রাহিব ফয়ছল, সিলেট ব্যুরো (সিলেট): সিলেট নগরীর কীনব্রীজের দক্ষিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহদী আল সালাম খুন হয়েছেন । রোববার দিবাগত রাত প্রায় একটার দিকে একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে
দক্ষিণ সুরমা থানার ওসি মো. খায়রুল ফজল জানান, মাহদি ঢাকায় যাওয়ার জন্য কদমতলী বাস টার্মিনালের উদ্দেশে যাচ্ছিলেন । ক্বীন ব্রীজের দক্ষিণ প্রান্ত পাড়ি দিয়ে কিছুদূর এগুতেই ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ছিনতাইকারীর ছুরির আঘাতে মারাত্মকভাবে আহত হন তিনি। তাৎক্ষনিকভাবে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে হাসপাতালেই তিনি মৃত্যুবরণ করেন ।
নিহত মাহদী আল সালাম সিলেট নগরীর মদীনা মার্কেটের বাসিন্দা। সে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র। একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকা যাচ্ছিল।
মাহদির পিতা প্রয়াত এডভোকেট আব্দুস সালাম সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা ও সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ছিলেন । তারা দুই ভাই ও দুই বোন । এক বোন আফসানা সালাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আরেক বোন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি) চিকিৎসক এবং ভাই লন্ডন প্রবাসী। এ ঘটনায় মেহেদীর পরিবার ও স্বজনদের মাঝে আহাজারী চলছে ।
দুপুর ১টার দিকে ময়নাতদন্ত শেষে স্বজনের নিহত মাহদির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস