সিলেট থেকে : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্র মাহিদ আল সালামকে হত্যার প্রতিবাদে কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে কাফনের কাপড় পরে ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় এসে অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় তারা মাথায় কাফন বেঁধে, শরীরে কাফনের কাপড় জড়িয়ে 'নিরাপদ সিলেট চাই', 'সিলেটবাসী এক হও', 'ছিনতাইকারীর আস্তানা সিলেটে হবে না', 'মাহিদ মরলো কেনো, প্রশাসন জবাব চাই' এ রকম হাজারো স্লোগানে প্রকম্পিত করে তোলেন চারপাশ।
অবস্থান কর্মসূচিতে এসে একাত্মতা ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন শাবি অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ, অর্থনীতি বিভাগের এলামনাই এসোশিয়েশনের সাধারণ সম্পাদক কাশ্মিরী রেজাসহ আরো অনেকেই। অবস্থান কর্মসূচি শেষে ডিসি বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে তারা জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে রওয়ানা হয়।
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাতে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মাহিদ আল সালাম।
এমটিনিউজ/এসবি