বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০১:২১:১৬

শুক্রবার উঠছে শাবির সিএসই কার্নিভালের পর্দা

শুক্রবার উঠছে শাবির সিএসই কার্নিভালের পর্দা

রাহিব ফয়ছল, সিলেট থেকে : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার সকাল ১০ টায় শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উদ্ভোধনের মাধ্যমে পর্দা উঠবে দেশের অন্যতম বৃহৎ জাতীয় ইভেন্ট সিএসই কার্নিভালের। কার্নিভাল উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ বইছে। এছাড়া পরদিন ২৮ নভেম্বর (শনিবার) সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সিএসই কার্নিভাল উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান কার্নিভালের সম্বন্বয়ক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম। শাবির সিএসই সোসাইটির সহযোগীতায় দু’দিন ব্যাপি এ কার্নিভাল আগামীকাল শুক্র ও ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। ৫ম বারের মত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এ কার্নিভালের আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে কানাডা ভিত্তিক অন্যতম শীর্ষস্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠান আইপিভিশন কানাডা ইনকর্পোরেশন এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে যুগান্তর, বিডিনিউজ২৪ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। মো. সাইফুল ইসলাম বলেন, মূলত চারটি ইভেন্টে আমাদের এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। প্রোগ্রামিং প্রতিযোগীতায় ১৫০ টির মতো টিম রেজিস্ট্রেশন করলেও যথাযথ তথ্য ও ঠিক সময়ে রেজিস্ট্রেশন সম্পূর্ন না থাকায় আমরা ১১২ টি টিমকে বেছে নিয়েছি। দেশের ৪৬ টি বিশ্ববিদ্যালয় থেকে ১১২ টি টিম প্রতিযোগীতা করবে এই ইভেন্টে। এছাড়া আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে সফটওয়্য্যার প্রতিযোগিতায় ১২ টি বিশ্ববিদ্যালয় থেকে ২২ টি দল, প্রজেক্ট শোকেসিংয়ে ১৩ টি বিশ্ববিদ্যালয় থেকে ২৩ টি দল অংশ নিবে বলে জানান তিনি। তিনি আরো জানান, প্রতিযোগীতায় বিচারকগন সবাই অভিজ্ঞ। আমাদের প্রস্তুতি প্রায় শেষ। সবাইকে সুন্দর একটা আয়োজন উপহার দিতে আমরা প্রস্তুত। আইপিভিশন সিএসই কার্নিভাল ২৮ নভেম্বর বিকালে সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। এছাড়া www.csecarnival.com ওয়েবসাইটে গিয়ে প্রতিযোগীতার বিস্তারিত জানা যাবে। ২৬নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে