শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ১২:৩০:০৮

শেষ হলো শিশু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহন, রোববার যুক্তিতর্ক

শেষ হলো শিশু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহন, রোববার যুক্তিতর্ক

রাহিব ফয়ছল, সিলেট থেকে: সিলেটে শিশু আবু সাঈদ (৯) অপহরণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ৩৭ জনের মধ্যে ২৮ জনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শেষ হল সাক্ষ্যপর্ব। গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন শেষ তিনজন। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ তাদের সাক্ষ্যগ্রহণ করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ সম্পন্নের সাথে সাক্ষীদের ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করেছেন বিচারক। আগামী রোববার শুনানি হবে যুক্তিতর্ক। শেষদিনে আদালতে কোতোয়ালী থানার এসআই তারেক মাসুদ, এসআই মোশারফ হোসেন ও কনস্টেবল দেলোয়ার হোসেন সাক্ষ্য দিয়েছেন। সাঈদ হত্যা মামলায় ৩৭ জনের মাঝে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত ১৭ নভেম্বর সাঈদ অপহরণ ও হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। ওই ৪ জন হচ্ছেন নগরীর বিমানবন্দর থানার কনস্টেবল (বরখাস্তকৃত) এবাদুর রহমান পুতুল, র্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মাহিব হোসেন মাসুম। এরা সবাই কারান্তরীণ রয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের ১১ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর রায়নগর থেকে স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। এরপর ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের কুমারপাড়াস্থ ঝর্ণারপাড় সবুজ-৩৭ নং বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে