শনিবার, ২১ জুলাই, ২০১৮, ১০:৩৮:৪০

চার কর্মীর মুক্তির দাবিতে পুলিশ কর্মকর্তার কার্যালয়ের সামনে আরিফের অবস্থান

চার কর্মীর মুক্তির দাবিতে পুলিশ কর্মকর্তার কার্যালয়ের সামনে আরিফের অবস্থান

সিলেট: সিলেটে দুই কর্মী আটকের ঘটনায় পুলিশের উপ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। বিকেল ৩ টা থেকে তিনি তাদের মুক্তির দাবিতে এ অবস্থান কর্মসূচি শুরু করেন। 

আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন- রাতে পুলিশ নগরীর ঝালোপাড়া এলাকা থেকে সুমন, বাদল, লাভলু ও রাসেল নামের তাদের চার কর্মীকে আটক করে নিয়ে আসে। পরে তাদের দক্ষিণ সুরমা, কোতোয়ালি থানা ঘুরে নিয়ে আসা হয় উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে। মেয়র প্রার্থী আরিফুল হক বলেন, আটককৃতদের মুক্তির দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। মুক্তি না দেয়া পর্যন্ত তারা সেখানেই বসে থাকবেন।
সাদা পোশাকের পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করেছে বলে দাবি আরিফুল হকের।-এমজমিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে