সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ১৩২টির (দুটি স্থগিত) মধ্যে ১০৮ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ফলাফলে মাত্র ১৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। তিনি ভোট পেয়েছেন ৭৩ হাজার ৫৮০ ভোট। আর ধানের শীষ প্রতীকে আরিফুলহক চৌধুরী ৭৩ হাজার ৫৬৭ ভোট।
নাগরিক ফোরামের প্রার্থী এহসানুল মাহবুব জোবায়ের ৮ হাজার ৫৩২ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
সোমবার (৩০ জুলাই) বিকেল চারটা থেকে ভোট গণনা শুরুর পর এ ফলাফল ঘোষণা করা হচ্ছে।
এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। আওয়ামী লীগের প্রার্থী কামরান সুষ্ঠু ভোটের দাবি করে জয় পাওয়ার প্রত্যাশা করেছেন।
বিভিন্ন কেন্দ্রে জাল ভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এমনকি কেন্দ্র দখল নিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সেমর্থকদের মধ্যে গুলির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি ১৩২ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফল আগাম প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সোমবার বিকালে ভোটগ্রহণ শেষে তিনি সিলেট শহরে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘ফলাফল যাই হোক, সন্ত্রাসী ভোট প্রত্যাখ্যান করলাম।’