সিলেট: রাজশাহী ও বরিশালে আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হলেও সিলেট সিটি করপোরেশনে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। শুরুতে আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে হাড্ডাহাডি লড়াই হলেও এখন প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষে প্রার্থী।
১৩৪ কেন্দ্রের মধ্যে ১২৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩ হাজার ৬৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৪০৩ ভোট।
এই ফলাফল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে কেন্দ্র থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখন পর্যন্ত ১১১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। সেখানেও সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন আরিফুল হক।
সোমবার সকাল আটটা থেকে সিলেটসহ রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে একয়োগে ভোট নেয়া হয়। একটানা ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত।
সিলেটে মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপি ছাড়াও আরও প্রতিদ্বন্দ্বিতা করেন বাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তিন স্বতন্ত্র প্রার্থী। তাদের মধ্যে স্বতন্ত্র হিসেবে জামায়াতের একজন প্রার্থী রয়েছেন।
২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত আসনে প্রতিযোগিতা করেন মোট ১৮১ জন।
এবার এই সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার তিন লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫০ হাজার ২৮৮ ও পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৪৪৪ জন।
১৩৪টি ভোটকেন্দ্রের ৯২৬টি ভোটকক্ষে নেয়া হয় ভোট। এর মধ্যে দুটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হয়।