সিলেট: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জয় প্রায় নিশ্চিত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। ১৩২ কেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট । নৌকা প্রতীকে আওয়ামীলীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। মোট ১৩৪ কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খলার জন্য দুই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ওই দুই কেন্দ্রের মোট ভোট ৪৭৮৭। খাতায় কলমে নিশ্চিত না হলেও বাস্তবতার বিচারে ৪৬২৬ ভোটের ব্যবধানে এগিয়ে থাকা আরিফের ‘বিজয়’ তাই আসলে বাস্তবে অনেকটা নিশ্চিতই।
এই নিয়ে টানা দ্বিতীয়বার কামরানকে হারিয়ে সিলেট সিটির মেয়র পদে বসতে যাচ্ছেন বিএনপি নেতা আরিফ।
সোমবার নানা ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে চলে ভোটগ্রহণ। কয়েকটি কেন্দ্রে পাওয়া যায় অনিয়মের খবর। তবে বড় কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ শেষ হওয়ার পর অবশ্য সংবাদ সম্মেলন করে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন আরিফুল হক।