সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বদর উদ্দিন কামরানের বাসায় গেছেন বিএনপির আরিফুল হক চৌধুরী। এ নির্বাচনে সাড়ে চার হাজারেরও বেশি ভোটে এগিয়ে থেকে মেয়র হওয়ার পথে রয়েছেন আরিফুল হক। তবে দুই কেন্দ্রে ভোট স্থগিত থাকায় তাকে অপেক্ষায় থাকতে হচ্ছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ফুল ও মিষ্টি নিয়ে কামরানের বাসায় যান আরিফ। এসময় কামরান ও তার পরিবারের সাথে কুশল বিনিময় করেন আরিফ ও তার পরিবারের সদস্যরা।
সেখানে নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা আরিফুল হক চৌধুরী সিলেটে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য কামরানের সহযোগিতা চান। এ ক্ষেত্রে বদর উদ্দিন কামরানও তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আরিফুল নিজেই। কামরানের বাসায় আরিফ ভাইয়ের সঙ্গে যান তার স্ত্রী শ্যামা হক ও তার মেয়ে সায়ইকা তাবাসসুম চৌধুরী।
উল্লেখ্য, সিসিক নির্বাচনে ১৩২টি কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ হাজার ভোট। অপরদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। যে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন সেখানে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৮৭।