বিশ্বনাথ (সিলেট) : পুলিশই জনতা, জনতাই পুলিশ। মানুষ মানুষের জন্য। একজন রোগীর জীবন বাঁচাতে নিজের রক্ত দান করে কথাগুলোর বাস্তব দৃষ্টান্ত দেখালেন সিলেটের বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
একজন ওসি হয়ে শত ব্যস্থতার মধ্যেও রক্তশূন্য এক অসহায় নারীকে রক্ত দিয়ে ওসির এ মহান কাজের খবরে উপজেলার সর্বত্র প্রশংসার ঝড় বইছে।
মঙ্গলবার সিলেটের মুজিব জাহান রেডক্রিসেন্ট সোসাইটি নামে একটি রক্তদান কেন্দ্রে তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের জাহির আলীর স্ত্রীর জীবন বাঁচাতে ওই রক্তদান করেন।
দীর্ঘদিন ধরে ওই নারী রক্তশূন্যতায় ভুগছেন। তার রক্তের গ্রুপ 'এবি পজিটিভ' হওয়ায় তার জন্য রক্তদাতা পাওয়া অনেকটা কঠিন হয়ে পড়ে। ওই রক্তশূন্য রোগীর সংবাদটি উপজেলা ছাত্রলীগ নেতা শামিম আহমদের কাছ থেকে তিনি শুনতে পেরে ওই নারীকে রক্ত দিতে আগ্রহী হন ওসি।
ওই দিনই ওসি শামসুদ্দোহা দ্রুত সিলেটে গিয়ে নিজের শরীর থেকে এক ব্যাগ রক্ত দেন ওই নারীকে। একজন ওসির এমন মহান কাজে রক্তদানে মানুষ এগিয়ে আসবেন বলে অনেকেই মনে করেন।