সিলেট: একটি বিশ্ববিদ্যালয়ে ২৫ বছরের ক্যারিয়ার শেষ করলেন জাফর ইকবাল। ২৫ বছরের শিক্ষকতার জীবন শেষে জাফর ইকবালের ক্যারিয়ারের শেষ দিন ছিলো গত ৩ই অক্টোবর।
চাকরি জীবনের আনুষ্ঠানিক শেষে হলেও তিনি বিভাগে ক্লাস নেবেন এবং বর্তমানের বাসাতেই থাকবেন বলে জানান। অবসর গ্রহণের দিনটিকে স্মরণীয় করতে বুধবার সন্ধ্যায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ আড্ডায় মিলিত হন এই লেখক।
১৯৯৪ সালের ডিসেম্বর থেকে এই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান হিসেবে যোগদান করেছিলেন ড. জাফর ইকবাল। পরবর্তীতে ‘ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স’ বিভাগকে ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ’ ও ‘ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং’ দুটি বিভাগ আলাদা করে দুই বিভাগের শিক্ষক হিসেবে পড়াতে থাকেন তিনি। তার পড়ানো সিএসই বর্তমানে সাস্ট এবং বাংলাদেশের শিক্ষার্থীদের অন্যতম পছন্দের জায়গা।