সোমবার, ০৭ ডিসেম্বর, ২০১৫, ১১:৪৭:২৭

র‌্যাবের ভয়ে ওয়ারড্রপে পাঙ্গাস!

র‌্যাবের ভয়ে ওয়ারড্রপে পাঙ্গাস!

সিলেট প্রতিনিধি : র‌্যাবের চোখ এড়াতে চিহ্নিত ছিনতাইকারী ও চাঁদাবাজ বাবুল হোসেন পাঙ্গাস লুকিয়েছিলেন ওয়ারড্রপে, কিন্তু শেষ রক্ষাও হলো না তার। একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি পাঙ্গাসকে ওয়ারড্রপে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করে র‌্যাব। রোববার গভীর রাত সিলেট নগরীর বাসা থেকে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। এসময় স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়দানকারী পাঙ্গাসের কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৯ জানায়, উপ-পরিচালক মেজর হুমায়ূন কবীরের নেতৃত্বে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। তার বিরুদ্ধে একাধিক ছিনতাই ও চাঁদাবাজি মামলা রয়েছে। ৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। পরে অস্ত্র আইনে পাঙ্গাসকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাকে গ্রেফতার দেখায়। পাঙ্গাস বেনু মিয়া উরফে বাবুল হোসেন নামেও পরিচিত। পাঙ্গাসের বাবা আবুল বশর উরফে আবুল হোসেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ায়। সিলেট নগরীর এয়ারপোর্ট থানার পশ্চিম পীর মহল্লার ১৫২ ঐক্যতান বাসায় থাকতেন তিনি। সূত্র জানায়, পাঙ্গাসের বিরুদ্ধে এয়ারপোর্ট ও সিলেট কোতয়ালি থানায় অন্তত চারটি মামলা রয়েছে। গ্রেফতারি পরোয়ানা রয়েছে তিন মামলায়। এয়ারপোর্ট থানাধীন মজুমদারী, খাসদবির ও পীর মহল্লায় পাঙ্গাসের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, অগ্নিসংযোগেরও অভিযোগ রয়েছে। ৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে