সিলেট: সিলেটের জকিগঞ্জে জেলেদের জালে সাড়ে তিন মণ (১৪০ কেজি) ওজনের একটি বাঘাইড় মাঝ ধরা পড়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) ধরা পড়া ওই মাছটি শনিবার কেটে কেজি হিসেবে স্থানীয় বাজারে বিক্রি করা হয়।
জকিগঞ্জের কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ে। সিলেট নগরের বন্দরবাজারের লালবাজারে মাছটি বিক্রি করা হয়। প্রতি কেজির দাম রাখা হয়েছে আড়াই হাজার টাকা। এতে মাছটির মোট দাম দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা।
বৃহৎ আকারের এই মাছটি ধরা বাজারে তোলার পর সেটি দেখার জন্য শত শত মানুষ ভিড় করে। অনেকে মোবাইল ফোনে ছবি তোলে, আবার অনেকে মাছের সঙ্গে সেলফি তোলে।
তবে মাছটি বাজারে বিক্রির আগে কোথায় কোন দোকানে বিক্রি করা তা মাইকিং করা হয়। এত উৎসুক মানুষের ভিড় আরো বেড়ে যায়।