শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩৭:২৬

সিলেটে নীরব ভোটের প্রত্যাশা বিএনপির

সিলেটে নীরব ভোটের প্রত্যাশা বিএনপির

সিলেট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা ইতোমধ্যে শেষ হয়েছে। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

শেষদিনে সিলেটের ৬টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে লক্ষ্য করা গেছে তৎপরতা। প্রার্থীরা গণসংযোগের পাশাপাশি করেছেন জনসভা। 

শেষ জনসভাগুলোতে বক্তব্যে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আর শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ ধানের শীষের পক্ষেই নীরব ভোট দেবে বলে মনে করছেন বিএনপি সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেটের সবকটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বৃহস্পতিবার বিকালে শেষ শোডাউন করেছেন। এদিকে, শেষ দিনে প্রচারণায় ব্যস্ত থাকলেও বিভিন্ন যায়গায় কিছু নেতাকর্মী গ্রেফতার হওয়ায় কিছুটা বেকায়দায় পড়েছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। নানা অভিযোগ তুললেও জয়ের ব্যপারে আশাবাদী তারা। 

বিএনপি নেতাকর্মীরা আরো বলেন- সিলেট সিটি নির্বাচনে নানা অপচেষ্টা করেও আওয়ামী লীগ বিজয়ী হতে পারেনি। জনগণ ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করেছে। জাতীয় নির্বাচনেও জনগণ ভোট দিতে পারলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে।

সিলেটের আসনগুলোতে নিজেদের অবস্থানের ব্যপারে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, সিলেটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা যেখানেই প্রচারণায় গেছেন সেখানেই জনগণ ভালোবাসার সাথে তাদের গ্রহণ করেছে এবং স্বতস্ফুর্ত সমর্থন দিয়েছে। নৌকার প্রার্থীদের প্রতি সাধারণ ভোটারদের এই সমর্থনই নির্বাচনে জয়ের পথ সুগম করবে।

সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেন, নৌকার পক্ষে সিলেটে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বিগত দশ বছরে আওয়ামী লীগের উন্নয়ন দেখেই আগামী নির্বাচনে নৌকার পক্ষে রয়েছে এবং নৌকার প্রার্থীদের বিজয়ী করবে। 

অপরদিকে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের মানুষ পরিবর্তন চায়। তাই তারা ধানের শীষের পক্ষে। বিষয়টি বুঝতে পেরে সরকারের পক্ষ নিয়ে পুলিশ আমাদের একের পর এক নেতাকর্মীদের ধরে নিয়ে যাচ্ছে। শান্তিতে কেউ ঘরে থাকতে পারছে না। তবুও আমরা জয়ের ব্যপারে আশাবাদী। এই পূণ্যভুমি সিলেটের জনগণ নীরব ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করবে।বিডি প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে