নিউজ ডেস্ক: নির্বাচনের সময় আটক হওয়া কারাবন্ধী নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা কারাগারে যান তিনি। এসময় কুলাউড়া উপজেলার জয়চণ্ডি ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, হাজিপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা বদরুজ্জামান সজল, উপজেলা ছাত্রদলের সভাপতি এম. ফয়েজ উদ্দিনসহ সকল কারাবন্দীদের সঙ্গে তিনি দেখা করেন।
পরে কারা ফটকের সামনে উপস্থিত কারাবন্দীদের স্বজনদের শান্ত্বনা দিয়ে বলেন, ভোটের মাধ্যমে আপনারা এই অন্যায় ও জুলুমবাজির জবাব দিয়েছেন। আমি বিজয়ী হওয়ার পরও আনন্দ মিছিল করিনি কারণ আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ও সমর্থকরা মিথ্যা, সাজানো ও গায়েবী মামলায় আজ কারাগারে। ধৈর্য্য ধরেন আইনী প্রক্রিয়ার মাধ্যমেই আমরা তাদের শিগগিরই মুক্ত করব, ইনশাআল্লাহ।
সুলতান মোহাম্মদ মনসুর আহমদ আরও বলেন, আমার এই বিজয় আপনাদের। আমার প্রাণপ্রিয় কুলাউড়া বাসী ও কারাবন্দী নির্যাতিত সকল নেতাকর্মী ও সমর্থকদের জন্য এই বিজয় উৎসর্গ করলাম।