সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় গ্রাহকদের কাছে হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও বিলবোর্ড বাবদ বকেয়া আদায়ে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার অভিযানের চতুর্থ দিনে প্রায় ৬০ হাজার টাকা আদায় করেন মেয়র আরিফ। এ নিয়ে প্রায় সাড়ে ২৬ লাখ টাকা আদায় করা হলো।
এদিকে, সোমবার বিকেলে অভিযানকালে নগরীর জিন্দাবাজারস্থ ‘প্লেবয়’ নামের একটি সেলুন বন্ধ করে দেন মেয়র আরিফ। সেলুনটির কাছে গত ১৩ বছরের হোল্ডিং ট্যাক্স বাবদ ৩৭ হাজার টাকা বাকি থাকায় এটি বন্ধ করে দেয়া হয়। অভিযানে জিন্দাবাজারস্থ একটি সড়কের ওপর অবৈধভাবে নির্মিত পাঁচটি দোকানকোটা বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে মেয়র আরিফ বলেন, ‘সড়কের ওপর সিসিকের কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে দোকান কোটা নির্মাণ করায় সেগুলো উচ্ছেদ করা হয়েছে।’
তিনি বলেন, ‘যাদের কাছে সিসিকের বকেয়ার টাকা আছে, তাদের সবাইকে টাকা পরিশোধ করতে হবে। অভিযান অব্যাহত থাকবে। টাকা পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’-বিডিপ্রতিদিন