শনিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:২৬:২৭

২০ দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে সিলেটে আতঙ্ক

২০ দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে সিলেটে আতঙ্ক

নিউজ ডেস্ক: আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। প্রায় ৫ সেকেন্ডের মতো স্থায়ী এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ২ দশমিক ৯। এর আগে, গত ১৪ জানুয়ারি ২.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যদিও এই দুই ভূমিকম্পে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তারপরও মাত্র ২০ দিনের ব্যবধানে দ্বিতীয়বার ভূমিকম্পে আতঙ্ক বিরাজ করছে সিলেটবাসীর মনে। 

সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এই প্রতিবেদককে জানান, শনিবার সকাল ৮টা ২৯ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। কম্পনটির উৎপত্তিস্থল সিলেটের কাছাকাছি সীমান্ত এলাকা ভারতের ডাউকি ফল্টে। সিলেট পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে এর উৎপত্তিস্থল।

তিনি আরও বলেন, ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২৩৫ কিলোমিটার।  তিনি জানান, এটি একটি মৃদু কম্পন। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

এদিকে, পর পর কয়েকদিনের ব্যবধানে এ রকম ভূমিকম্প বড় ধরণের ভূমিকম্পের পূর্ব লক্ষণ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে