শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫, ১০:৫১:৫৫

‘মাদরাসা নয়, বিশ্ববিদ্যালয়ে তল্লাশি করুন’

‘মাদরাসা নয়, বিশ্ববিদ্যালয়ে তল্লাশি করুন’

সিলেট প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মো. রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, অস্ত্র ও জঙ্গিবাদ খুঁজতে মসজিদ-মাদরাসায় নয়, কলেজ-বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তল্লাশি করুন। সেখানে যা পাবেন তা মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাতে প্রকাশ করুন। তাহলেই আপনাদের ভুল ভেঙে যাবে। শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন সিলেট বিভাগের উদ্যোগে সিলেট রেজিস্ট্রি মাঠে এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। সরকারের কাছে প্রশ্ন রেখে চরমোনাই পীর বলেন, ক্যাম্পাসে অস্ত্রের মহড়া কারা দেয়, আপনারা চোখ খুললেই দেখতে পাবেন। রেজাউল করীম বলেন, মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক বা ছাত্রদের হাতে অস্ত্রসহ ক্যাম্পাসে মহড়া দেয়ার ছবি কোনোদিনও পত্রিকায় দেখা যায়নি। যাদের দেখা যায় তারা কলেজ-বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী। তাহলে কেন মসজিদ-মাদরাসায় নজরদারি? তিনি বলেন, দেশের মধ্যে আইন ও বিচারের সঠিক প্রয়োগ না থাকায় গণপিটুনীতে মানুষ মারা যায়। এমপি কর্তৃক শিশুকে গুলি করা হয়, মায়ের পেটের শিশুর ওপর গুলি করা হয়। চরমোনাই পীর বলেন, এভাবে চললে রাষ্ট্রের নিরাপত্তা কোথায়? মানুষের মধ্যে যদি নিরাপত্তা না থাকে তাহলে রাষ্ট্র কখনই নিরাপদ থাকতে পারে না। দেশে আজ মত প্রকাশের স্বাধীনতা নেই। মিডিয়াগুলো সত্য প্রকাশ করলে তা বন্ধ করে দেয়া হয়। মহাসমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর সভাপতি মুফতি মো. ফখরুদ্দীন। মহানগর সেক্রেটারি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলনা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সিলেট জেলার সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সেক্রেটারী নজির আহমদ প্রমুখ। ১১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে