সিলেট থেকে : সিলেটের শিক্ষক সাইফুর রহমান হত্যায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেফতারকৃত দুই তরুণ-তরুণী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। নিহত শিক্ষক মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক।
সোমবার দুপুরে সিলেট মহানগর বিচারিক হাকিম ৩য় আদালতে তারা ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। আদালতের বিচারক সাইফুর রহমান তাদের জবানবন্দি গ্রহণ করেন।
নগরীর দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, ছাতক উপজেলার আলমপুর গ্রামের মোজাম্মিল হোসেন (২৪) এবং নগরীর শাহপরান এলাকার খিদিরপুর গ্রামের শফিকুর রহমানের মেয়ে নিশাত তাসনিম রুপা (২০) গ্রেফতার সোমবার আদালতে হাজির করা হয়।
তারা আদালতে হত্যার স্বীকারোক্তি দিয়েছে। তিনি জানান, নগরীর সোবহানীঘাটস্থ হোটেল মেহেরপুরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় প্রভাষক সাইফুর রহমানকে। পরে তার লাশ ফেলে দেয়া দক্ষিণ সুরমায়। প্রেমঘটিত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে।
প্রসঙ্গত, রবিবার দক্ষিণ সুরমার তেলিরাই নামক স্থান থেকে সাইফুর রহমানের (২৯) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গোয়াইনঘাট উপজেলার ফলতইল সগাম গ্রামের ইউসুফ আলীর ছেলে।