রাহিব ফয়ছল, সিলেট ব্যুরো (সিলেট): বাঙালিদের প্রধান উৎসব পহেলা বৈশাখ। বিভিন্ন জায়গায় বৈশাখী মেলার আয়োজন করা হয় এই দিনে। ছোটো বড় সবাই মিলে বাঙালি সংস্কৃতির পোশাক পরে ঘুরতে বের হন পরিবার বন্ধু বান্ধবীদের সাথে।
বৈশাখী মেলা গানে মেতে উঠে সকল বাঙালি। এইদিনে বাঙালির আসল রূপ দেখা যায় চারিদিকে। অংকন শিল্পীরা বিভিন্ন মেলায় ছোটে বড় সবার হাতে গালে আর্ট করা নিয়ে ব্যস্ত থাকেন এই দিনে।
বৈশাখের আগমনী বার্তা সবাইকে জানিয়ে দিতে সিলেটে 'একদল ফিনিক্স'র উদ্যোগে রয়েছে দিনব্যাপী আয়োজন। উক্ত আয়োজনে প্রথমেই আনন্দ শোভাযাত্রা দিয়ে শুরু করে এতে রয়েছে কবিতা আবৃতি, নৃত্য, জারিগান ও ভাটিয়ালীগানসহ অনেক কিছু।
এতে গান গাইবে জনপ্রিয় ব্যান্ড 'মেটোপথ'। তাছাড়া একক গান নিয়ে মঞ্চ মাতাবে তসিবা, শান্ত, অলক, দীপা, হাসান, জুঁই, আদনান, শিমুল, শোভা, রাকিব, অনিক, সন্তুষ, আকিবসহ সিলেটের আরো অনেক উদীয়মান এবং প্রবীণ শিল্পীরা।
সিলেট নগরীর নয়াসড়কস্থ কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল নয়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য আয়োজন। এরি মধ্যে তাদের সবধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আবু বকর আল আমিন এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ইমন। তারা অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।