সিলেট ব্যুরো (সিলেট): সিলেটে প্রচার প্রচারণার অভাবে জমে উঠেনি বাংলাদেশ ডাক বিভাগ ও ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) এর যৌথ আয়োজনে ই-কমার্স মেলা।
নগরীর রিকাবীবাজার এলাকায় সকাল ১০টায় মেলার উদ্বোধন হলেও দুপুর পর্যন্ত মেলায় তেমন লোক সমাগম দেখা যায়নি। ফলে অনেকটা হতাশায় রয়েছে মেলায় স্টল নেয়া প্রতিষ্ঠানগুলো।
বিশেষ করে মেলার আয়োজক ডাক বিভাগ ও স্পন্সর দারাজের স্টলের করুন অবস্থা ছিল বেশ লক্ষনীয়। এই দুটি স্টলে দর্শনার্থী তো দুরের কথা স্টলে কোন আয়োজককে পর্যন্তও দেখা যায়নি। এনিয়ে যে কয়েকজন মেলায় এসেছেন তাদের মধ্যেও ক্ষোভ দেখা যায়।
এছাড়া মেলায় বেশীরভাগ স্টলই ছিল জনশূণ্য। এসব স্টলের সামনে মাঝে মধ্যে দু’একজন দর্শনার্থীর দেখা মিললেও আয়োজকরা ছিলেন অন্যত্র জড়ো হয়ে খোশগল্পে ব্যস্থ।
মেলায় অংশগ্রহণকারী একাধিক স্থলের দায়িত্বশীলরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেলায় আমরা বেশী টাকায় স্টল নিয়েছি। কিন্তু আয়োজকরা যথাযতভাবে প্রচার প্রচারণা না করার কারনে মেলাটি জমে উঠেনি। ভবিষ্যতে এদের আয়োজনে অন্য মেলায় যেতে হলে আমরা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব।
তবে সার্বিক বিষয় নিয়ে মেলা আয়োজকদের সাথে কথা বলতে চাইলে মেলা প্রঙ্গণে কাউকেই পাওয়া যায়নি।