নিউজ ডেস্ক : সিলেটের কুমারগাঁও এলাকায় সেতুর উপর থেকে এক শিশুকে ধাক্কা দিয়ে সুরমা নদীতে ফেলে দিয়েছেন তার সৎমা। এ ঘটনায় সালমা বেগম (২৮) নামের ওই নারীকে আটক করেছে পুলিশ।
তবে, নদী থেকে এখন পর্যন্ত মায়া বেগম (৫) নামের শিশুটিকে উদ্ধার করা যায়নি। শুক্রবার বিকেল ৩টার দিকে সেতু থেকে শিশুকন্যাকে নদীতে ফেলে দেয়ার এ ঘটনা ঘটে। বিকেলে জালালাবাদ থানা হাজতে আটক থাকা অবস্থায় সালমা বেগম দাবি করেছেন, তিনি শিশুটিকে নিয়ে সেতুর রেলিংয়ে বসেছিলেন। এসময় অসাবধনতাবশতঃ শিশু নদীতে পড়ে যায়। সালমা বেগম সিলেট মহানগরীর জালালাবাদ থানার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, শুক্রবার দুপুরে সৎ মেয়ে মায়াকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি মীরেরগাওয়ে যাচ্ছিলেন সালমা বেগম। কুমারগাওয়ে সুরমা নদীর উপর নির্মিত সেতুর উপর আসার পর মেয়েকে নদীতে ফেলে দেন তিনি। পরে জনতার সহায়তায় সালমাকে আটক করা হয়। আর ডুবুরিরা চেষ্টা চালিয়েও সন্ধ্যা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে পারেনি।