সিলেট থেকে : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে দেশ ও জাতির উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
তিনি বলেন, নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে প্রবাসীরা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নাড়ির টানে ও দেশপ্রেম থাকার কারণেই প্রবাসীরা বঞ্চিত ও অবহেলিত মানুষের জন্য কাজ করে যেতে পারছেন। প্রবাসীদের ঋণ শোধ করা যাবে না।
শনিবার দুপুরে বিশ্বনাথে ‘মরহুম আনিছ উল্লাহ এন্ড করফুল বিবি ফাউডেশন’র উদ্যোগে ও ফাউডেশনের ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলামের অর্থায়নে প্রবাসীর নিজ বাড়ি হরিকলস গ্রামে গরীব-অসহায় মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এলাকার প্রায় দেড় শতাধিক গরীব-অসহায় মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণী করা হয়। যুক্তরাজ্য প্রবাসী নূরুল ইসলামের সভাপতিত্বে ও বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক একে রাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন।
বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক ও অলংকারি ইউপির সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল হাই, আহমেদ নুর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা রিয়াজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তালেব আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কদর আলী, আবদুল লতিফ, যুবদল নেতা শাহজাহান, আবু সুফিয়ান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ, উপজেলা ছাত্রদলে নেতা ফাহিম আহমদ, ইমলাক আহমদ, ইমরান আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সাইফুল ইসলাম, সানিয়ুল ইসলাম, ব্যবসায়ী আবদুস সালাম, আবদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে শেষে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মাওলানা রিয়াজ উদ্দিন।