 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সিলেট থেকে : হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মহাসমাবেশের মঞ্চেই নামাজ আদায় করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট বিভাগীয় মহাসমাবেশ মঞ্চে আসরের নামাজ আদায় করেন তিনি।
মঙ্গলবার বিকেল ৫টায় বিএনপির সিলেট বিভাগীয় মহাসমাবেশ মঞ্চে নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৫টায় সিলেট রেজিস্টারি মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল।
খালেদা জিয়ার মুক্তির দাবি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নতুন নির্বাচনের দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করে বিএনপি। মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে শুরু হয় বিএনপির এই মহাসমাবেশ।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির মহাসমাবেশ চলাকালে আসরের নামাজের আজান হয়। এ সময় সমাবেশ মাঠের মাইকগুলো বন্ধ করে দেয়া হয়।
সেই সঙ্গে অতিথি সারির চেয়ার থেকে উঠে এসে মঞ্চের এক কোণে চেয়ারে বসে আসরের নামাজ আদায় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ শেষে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।