নিউজ ডেস্ক : পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রতিরোধে গৃহিণীদের এগিয়ে আসতে হবে এই স্লোগান নিয়ে সিলেটে মানববন্ধন করেছেন স্থানীয় গৃহিণীরা।
তারা মানববন্ধনে ঘোষণা দিয়েছেন, আগামী ১০ দিন তারা পেঁয়াজ বয়কট করবেন। অর্থাৎ আগামী ১০ দিন তারা পেঁয়াজ একেবারেই খাবেন না। তারা আরো বলছেন, এই বয়কটেই উচিত শিক্ষা পাবেন পেঁয়াজের মজুদদাররা।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদী মানববন্ধনে এ ঘোষণা দেন তারা। পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাদের এই কর্মসূচি। মানববন্ধনে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে অংশ নেন অর্ধশত গৃহিণী।