নিউজ ডেস্ক : সিলেটের শ্রীমঙ্গল রেলস্টেশনে ২০১৫ এম ইজি ১১ বি আর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার(৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হ'তাহ'তের খবর পাওয়া যায়নি। দ্রুত অগ্নিনির্বাপক গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ট্রেনের চালক।
স্টেশন ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, স্টেশনের দুই নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের সামনে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়ে আগুন দেখে স্টেশনে থাকা লোকজন হইচই শুরু করে।
তখন ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন ট্রেনের চালক। এ বিষয়ে ট্রেনের চালক হোসেন শহীদ বলেন, ‘ইঞ্জিনের একজাস্টায় ময়লা জমায় কার্বন গলে যাওয়ায় কার্বনে আগুনের সূত্রপাত ঘটে।’
তিনি জানান, ২০১৫ এম ইজি ১১ বি আর মালবাহী ট্রেনের এই ইঞ্জিনটি ১৯৫২ সালের। এটি মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন। সময়মত যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যেত তাহলে বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারত।