সিলেট থেকে : ভারতে যদি কোনো অ'বৈ'ধ বাংলাদেশি থাকে, তবে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার বিকালে সিলেট নগরীর আখালিয়ায় বিজিবির ১৯ ব্যাটালিয়ন আয়োজিত মা'দ'ক'দ্র'ব্য ধ্বং'সকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা শুনেছেন, অনেক অ'বৈ'ধ বাংলাদেশিকে ভারত থেকে পুশইন করা হচ্ছে। ভারত সরকার বারবার আমাদেরকে বলেছে, তারা কাউকে জো'র করে বাংলাদেশে পাঠাচ্ছে না। আমরা ভারত সরকারকে বলেছি, আমাদের কেউ যদি অ'বৈ'ধ থাকে, তাহলে আপনারা আমাদেরকে জানান। আমরা অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে দেশে ফিরিয়ে আনবো।’
তিনি বলেন, ‘আমরা আশা করবো, ভারত এমন কিছু করবে না, যাতে মানুষের দু'শ্চি'ন্তা বাড়ে। কারণ ভারত একটা বড় বন্ধু দেশ। আমাদের সবচেয়ে বন্ধুপ্রতীম দেশ। আমরা আশা করি, ভারত যদি ভালো থাকে, ভারতের যদি উন্নতি হয়, আমাদেরও উন্নতি হয়। এই আমাদের বিজয়ের মাস, আমাদের বিজয়ের আনন্দ কিন্তু ভারতেরও বিজয়ের আনন্দ। আমাদের যে বিজয়টা হলো, এটা ভারতেরও বিজয়। আমরা একসূত্রে অনেক ক্ষেত্রে গাথা। আমরা চাই, ভারতে শান্তি থাকুক। সেইসাথে আমাদের দেশবাসীর বা ওদের দেশবাসীর কারো যেন অ'শা'ন্তি না হয়।’