সিলেট থেকে : সীমান্ত দিয়ে এরই মধ্যে ভারত থেকে যারা ঢুকেছে তারা জন্মসূত্রে বাংলাদেশি না হলে তাদের বিদায় করে দেওয়া হবে। বাংলাদেশে বাংলাদেশি ছাড়া কেউ থাকতে পারবে না। ভারত সরকারও জানিয়েছে, তারা জোর করে কাউকে পুশব্যাক করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গতকাল সিলেটে 'নগর এক্সপ্রেস' বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এই বাস সেবা চালু করা হয়েছে। নগর ও এর আশপাশ এলাকার জনসাধারণকে পরিবহন সেবা দিতে ৪১টি বাস নিয়ে এ সেবা কার্যক্রম শুরু হলো গতকাল।
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভারতে যদি বাংলাদেশি কোনো নাগরিক অবৈধভাবে থেকে থাকে, তাদের সঠিক যাচাই-বাছাই করে প্র'ক্রি'য়া মাফিক ফেরত আনা হবে। এ কথা ভারতকেও জানানো হয়েছে।
সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়নে এক হাজার ২২৮ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের জন্য এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃ'ত'জ্ঞ'তা জানান। তিনি বলেন, ‘আজ থেকে সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু হয়েছে। যা নগরবাসীর জন্য সুবিধাজনক হবে।’