সিলেট থেকে : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে অংশ নিয়েছেন একই পরিবারের চার বোন। পরিবারের পাঁচ সন্তানের (৫ বোন) মধ্যে চার বোন একসাথে এ সমাবর্তন পেলেন।
এদের মধ্যে শাবি থেকে তিনজন স্নাতকোত্তর ও অধীভূক্ত মেডিকেল কলেজ থেকে একজন এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করায় একইসঙ্গে চার বোন সমাবর্তন পাচ্ছেন। গর্বিত এ চারবোনের পিতা আহমদ আলী ও মাতা হাবিবুন্নেসা।
সমাবর্তনের অংশগ্রহণকারী চার বোনেরা হলেন, ডাক্তার ফাতেমা ইয়াসমিন। তিনি ২০০১-০২ শিক্ষাবর্ষে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে এম.বি.বি.এস শেষ করেন। বর্তমানে তিনি সিলেটের বক্ষব্যাধি হাসপাতালে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন।
তানিয়া পাপিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিয়া বর্তমানে একটি বেসরকারি সংস্থায় প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত আছেন। তামান্না আহমেদ শাবির নৃ-বিজ্ঞান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবন শেষে বর্তমানে সিলেট ভিত্তিক বেসরকারি সংস্থা আইডিয়াতে এডভোকেসি অফিসার হিসেবে কর্মরত আছেন।
এছাড়া পরিবারের সবচেয়ে ছোট সন্তান রুবাইয়াৎ আহমেদ। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শিক্ষাজীবন শেষে বর্তমানে তিনি সিলেটের চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক হিসেবে কাজ করছেন।
এ পাঁচ সন্তানের মা হাবিবুন্নেসা বলেন, ‘আমি আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে পেরেছি এটাই আমার বড় পাওয়া। তাদেরকে গড়ে তোলা আমার স্বপ্ন ছিল। তারা আমার স্বপ্ন পূরণ করেছে। এতেই আমি খুশি।’
নিজেদের এ সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের পিতা-মাতার। তাদের জন্য এ সফলতা সমাবর্তনের মতো এমন একটি আয়োজনে একসাথে অংশ নেওয়া আসলে আনন্দের ও গর্বের।