নিউজ ডেস্ক: সিলেটে মৃদু ভূমিক'ম্প অনুভূত হয়েছে। ভূমিক'ম্পের ঝাঁ'কুনিতে আত'ঙ্ক তৈরি হয় জনমনে। আত'ঙ্কে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়। তবে ভূমিক'ম্পে কোনো ক্ষ'য়ক্ষ'তির খবর পাওয়া যায়নি।
আজ সোমবার বেলা ১টা ১২ মিনিটের দিকে এ ভূমিক'ম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, ভূ'মিক'ম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।