বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ১১:২৯:৫১

বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন ডা. মঈন উদ্দিন

বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন ডা. মঈন উদ্দিন

সিলেট থেকে : ক'ড়া নিরা'পত্তার মধ্যদিয়ে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনকে। বুধবার রাত সাড়ে ৮টায় তার গ্রামের বাড়ি ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে তাকে মা-বাবার কবরের পাশে তার দাফন করা হয়।

মরহুমের জানাজার নামাজের ইমামতি করেন মাস্টার ইসরাফীল আহমদ। জানাজায় ৬ জন মানুষ অংশ নিতে পেরেছিলেন। দাফনের বিষয়টি নি'শ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কবির। এর আগে ঢাকার লা'শ দা'ফনকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের পক্ষ থেকে ডা. মঈন উদ্দিনকে গোসল দেয়া এবং ম'রদেহে কাফন পরানো হয় বলেও জানা গেছে। 

ওই চিকিৎসকের লা'শ ঢাকায় দা'ফনের সিদ্বান্ত গ্রহণ করা হলেও পরিবারের ইচ্ছায় সিদ্বান্ত পরিবর্তন হয়ে গ্রামের বাড়িতে লা'শ দাফন করা হয়। এর আগে সিলেটে করোনা আক্রা'ন্ত প্রথম রোগী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন বুধবার ভোর সাড়ে ৪টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃ'শ্বা'স ত্যা'গ করেন।

গত ৫ এপ্রিল তার শরীরে করোনা রো'গ ধ'রা পড়ে। পরে চিকিৎকদের পরা'মর্শমতে তিনি বাসায় কোয়ারেন্টাইন অবস্থায় চিকিৎসা নিতে থাকেন। তার শরীরিক অবস্থার উন্নতি না হলে ৭ এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে ৮ এপ্রিল পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে