সিলেট থেকে : করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে মা'রা যাওয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন ও তার পরিবারের প্রতি গভীর শো'ক জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) ব্যারিস্টার সুমনের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি শোক প্রকাশ করেন। তিনি বলেন, ''ডাক্তার মঈন উদ্দীনের জন্য কেন একটি উন্নত অ্যাম্বুলেন্স দেয়া হলো না। তাকে কেন এয়ার এম্বুলেন্সে ঢাকা নেয়া হলো না সে বিষয়টি খুবই দুঃখজনক।'
তিনি বলেন, ''করোনাযু'দ্ধে প্রথম যিনি শহীদ হলেন, তিনি আমাদের সিলেটের ছাতকেরই কৃতী সন্তান। আপনারা জানেন যে, গতকাল (১৫ এপ্রিল) তিনি মৃ'ত্যুবরণ করেছেন। আমি প্রথমেই তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার পরিবার যেন এই শো'ক সইতে পারে সেই দোয়া করছি।''
সুমন বলেন, ''আমি একজন সিলেটি হিসেবে গর্ববোধ করছি যে, তিনি করোনার বি'রু'দ্ধে যু'দ্ধে অবতীর্ণ হয়েছেন এবং প্রথম শহীদ হয়েছেন। ডা. মঈন উদ্দীন যে আত্মত্যা'গ করে গেছেন তাতে বাংলাদেশের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। করোনা ইস্যুতে ডাক্তারদের যে ইতিবাচক ভূমিকা তা স্মরণীয় হয়ে থাকবে।''
তিনি বলেন, ''একই সঙ্গে আরও যে ডাক্তার আছেন এবং এই করোনা ইস্যুতে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতিও আমার অনেক বেশি কৃতজ্ঞতা থাকবে। আমার বিশ্বাস আমরা এই করোনা মহামা'রির এই যু'দ্ধে হা'রব না। করোনা ইস্যুতে যারা প্রকৃত যো'দ্ধা তাদের যদি আমরা সম্মান দেখাতে না পারি তাহলে কোনো প্রকৃত যো'দ্ধার জন্ম এ দেশে হবে না।''
ব্যারিস্টার সুমন আক্ষে'প করে বলেন, ''ডা. মঈন উদ্দীনের চিকিৎসার জন্য কেন একটি উন্নত অ্যাম্বুলেন্স দেয়া হলো না। তাকে কেন এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়া হলো না সে বিষয়টি খুবই দুঃখজনক। আমি কর্তৃপক্ষের কাছে জানতে চাই, এমন ঘটনা কেন ঘটল। করোনার এই সময়ে আর কোনো ডাক্তারের ব্যাপারে যেন আমাদের এমন কথা শুনতে না হয় আমরা সে আশাটুকু করতেই পারি।''