বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪৭:৪৭

সিলেটে শেষমুহুর্তে কেন্দ্র দখলের চেষ্টা

সিলেটে শেষমুহুর্তে কেন্দ্র দখলের চেষ্টা

রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধিঃ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের সময় শেষ মুহূর্তে কানাইঘাটে ক্ষমতাসীনরা দুই-তিনটি কেন্দ্রের ভোট কক্ষ দখলে নেওয়ার চেষ্ঠা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী রহিম উদ্দিন ভরসা। বুধবার ভোটগ্রহণ শেষ হওয়ার আগ মুহূর্তে এ অভিযোগ করেন তিনি। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার কারণে তাদের চেষ্ঠা সফল হয়নি বলেও জানান তিনি। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সকাল থেকেই স্বতস্ফূর্ত ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু বিকেলের দিকে পৌরসভার দুর্লভপুর, রামপুর ও বিষ্ণুপুর ভোট কেন্দ্র দখল নেওয়ার চেষ্ঠা করেছিলো ছাত্রলীগ। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোরতার কারণে তারা দখল নিতে পারেনি।নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এদিকে, একই অভিযোগ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো.ওলিউল্লাহ (মোবাইল ফোন)। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কানাইঘাট পৌর নির্বাচনে ১৬ হাজার ২৮৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩১১এবং নারী ভোটার ৭ হাজার ৯৭৬ জন। এই পৌরসভায় মেয়রপদে নির্বাচন করছেন ৮জন। ৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে