নিউজ ডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়ে মৃ'ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানকে হজরত শাহজালালের (রহ.) মাজারে দা'ফন করতে চাইছেন তাঁর পরিবারের সদস্যরা।
কামরানের ম'রদেহ সিলেটে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ছেলে ডা. আরমান আহমেদ শিপলু। তিনি বলেন, ‘যেহেতু বাবা হজরত শাহজালালের (রহ.) মাজারের খাদেম ছিলেন, তাই রেওয়াজ অনুযায়ী সেখানেই দা'ফন করা হবে। তবে স্বাস্থ্যবিধি পালনের ওপরই সবকিছু নির্ভর করছে।’ শাহজালালের (রহ.) মাজারের ১০১ জন খাদেমের একজন ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। রীতি অনুযায়ী খাদেমদের মাজারে ক'বর দেওয়া হয়ে থাকে।
বদর উদ্দিন আহমদ কামরানের জা'নাজা ও দা'ফনের সময় নির্ধারণে আজ সোমবার সকালে পরিবার ও আওয়ামী লীগের নেতাদের বৈঠকে বসার কথা রয়েছে। সেখানে জা'নাজা ও দা'ফনের সময় নিয়ে সিদ্ধান্ত হবে। ব্যক্তিগত জীবনে বদর উদ্দিন আহমদ কামরান দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।