বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ১০:১৯:১৬

প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী আর নেই

প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী আর নেই

নিউজ ডেস্ক : সিলেটের প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী মা'রা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃ'ত্যুকালে বয়স তার হয়েছিল ৮৫ বছর। তিনি চার ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য ছাত্র, ভক্ত ও মুরিদান রেখে গেছেন। তার ছেলে সিলেট নগরের নয়াসড়ক জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হোসাইন মৃ'ত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৫ জুনে) বাদ জোহর সিলেটের ওসমানীনগর উপজেলার গলমুকাপন মাদরাসা মাঠে আল্লামা গলমুকাপনীর জা'নাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আল্লামা গলমুকাপনী গত কয়েক মাস ধ'রে অসুস্থ ছিলেন। প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি করা হতো। তিনি ব্লাড প্রেসার, ডায়াবেটিসসহ অন্যান্য রোগেও ভুগছিলেন।

আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন। এছাড়াও তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। জমিয়তের প্রতীক খেজুর গাছ নিয়ে ১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে নির্বাচনও করেছিলেন তিনি। আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী ১৯৪১ সালে সিলেটের বালাগঞ্জ উপজেলার গলমুকাপন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে