বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫, ০৭:২৮:২০

রোববার থেকে শাবিতে শিক্ষক ধর্মঘট

রোববার থেকে শাবিতে শিক্ষক ধর্মঘট

রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধিঃ ঘোষিত অষ্টম পে-স্কেলের বেতন কাঠামোতে বৈষম্যের প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সর্বাত্মক আন্দোলনে নেমেছে শাবি শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা পুনর্বহালের দাবিতে আগামী বছরের ৩জানুয়ারি রোববার দুপুর ১২টার পর থেকে লাগাতর ধর্মঘটের ডাক দেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার দুপুর ১টায় ক্যাম্পাসে এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন তিনি। শাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গণির পরিচালনায় এ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ড. আনোয়ারুল ইসলাম বলেন, আমলা বেষ্টিত সরকার আমাদের কোন দাবিই পূরণ করেনি। ফেডারেশনের সিদ্ধান্তের সাথে আমরা পুরোপুরি সম্পৃক্ত থাকবো। আগামী ২ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত সময়সীমার মধ্যে সমস্যা সমাধান না করলে কেন্দ্রীয় কর্মসূচির সহ শাবিতে কঠোর আন্দোলন করা হবে। এরই প্রেক্ষিতে রোববার থেকে লাগাতর ধর্মঘটে ক্লাস-পরীক্ষাসহ সকল প্রকার শিক্ষা কার্যক্রম বর্জন করা হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুছ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরা টাকা পয়সার জন্যে আন্দোলন করছেন না,মর্যাদার জন্যে করছেন। তারা শিক্ষকদের নিয়ে কটুক্তি এবং জাতীয় অধ্যাপক পদবী নিয়ে অর্থমন্ত্রীর বিদ্রুপের তীব্র নিন্দা জানান। ৩১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে