শনিবার, ০২ জানুয়ারী, ২০১৬, ১২:১৯:১৫

শাবিতে অপেক্ষামান তালিকার ভর্তি কাল

শাবিতে অপেক্ষামান তালিকার ভর্তি কাল

রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৩য় অপেক্ষামান তালিকা থেকে ভর্তি আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি কমিটি জানায়, ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর অপেক্ষামান তালিকার ৮০১ থেকে ৯২৬, গ্রুুপ-২ এর ৪৫১ থেকে ৮০৪তম পর্যন্ত সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। একই দিন গ্রুপ-১ এ কোটায় অপেক্ষামান তালিকা থেকে মুক্তিযোদ্ধা ১৭ থেকে ৩১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জাতিসত্ত্বা (উপজাতি) ১০ থেকে ১৭, গ্রুপ-২ তে মুক্তিযোদ্ধা কোটায় ৭ থেকে ১৩ , ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৭ থেকে ১১, প্রতিবন্ধী ৪ এবং পোষ্য কোটার ৩ ও ৪ নং পজিশনধারীকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে । অন্যদিকে একই সাথে এ ইউনিটের বিজ্ঞান বিভাগের ৩য় অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করানো হবে। অপেক্ষামান তালিকায় বিজ্ঞানের ১৭২-১৯০ এবং কোটায় মুক্তিযোদ্ধা ৯-১২ তালিকাধারীকে সাক্ষাৎকার ও ভর্তির জন্য ডাকা হয়েছে। এছাড়া, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে। ২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে