সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে পিস টিভির আলোচক ইসলামিক বক্তা মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়িবহরে হামলা করেছেন তালামীয (একটি ইসলামিক সংগঠন) নেতাকর্মীরা। এতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফসহ গাড়িতে থাকা কয়েকজন আহত হয়েছেন। তাকে বহনকারী জিপ গাড়িটির পেছনের গ্লাস ভেঙে গেছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মল্লিকপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ফেঞ্চুগঞ্জের ইসলাম বাজার সংলগ্ন আল ফোরকান জামে মসজিদে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে সিলেট থেকে আসেন পিস টিভির আলোচক মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অনুষ্ঠানে এসে জোহরের নামাজ শেষ করে দুপুরের খাওয়ার জন্য মল্লিকপুরে মো. শামিম আহমদের বাড়িতে যাচ্ছেন। যাওয়ার পথে হঠাৎ তাদের গাড়িবহর লক্ষ্য করে লাঠিসোটা দিয়ে হামলা করেন তালামীযের নেতাকর্মীরা। এসময় আব্দুর রাজ্জাক ইউসুফসহ আরও কয়েকজন আহত হন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকজন হামলাকারীকে পিটিয়ে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাফায়েত হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়িতে হামলা করেন তালামীযের লোকজন। পরে স্থানীয় এলাকাবাসী ও অনুষ্ঠানের আয়োজকরা পাল্টা হামলা করে তালামীযের নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেন।-জাগো নিউজ