বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৫:১৫:০৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি

জাহাঙ্গীর আলম, গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা ২০ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বুধবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১১-১২ শিক্ষাবর্ষের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ২০ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারিখ পেছানোর দাবিতে বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ২০১১-১২ শিক্ষাবর্ষের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। পরীক্ষা পেছানর খবর নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন শিক্ষার্থীরা। ০৬ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে