সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান মেয়রের পরিবার।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মেয়রের কুমারপাড়াস্থ বাসায় এ দুর্ঘটনা ঘটে।
মেয়র আরিফুল হক চৌধুরী জানান, বাসার একটি কক্ষের সুইচ বোর্ডে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুনে পুরো বোর্ড পুড়ে যায়। এই কক্ষটিতে তার ছোট মেয়ে নাইফা থাকেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে বাসার লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাসসহ একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
জয়দেব বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সুইচ বোর্ডে আগুন লেগেছে। তবে আগুন সিলিংয়ে পর্যন্ত পৌঁছলে নিয়ন্ত্রণ করা কঠিন হতো।