বুধবার, ২৮ জুলাই, ২০২১, ০৩:৫৭:৫৭

'হার্ডলাইনে' পুলিশ, মোটরসাইকেল টার্গেট করে অভিযান শুরু

'হার্ডলাইনে' পুলিশ, মোটরসাইকেল টার্গেট করে অভিযান শুরু

সিলেট থেকে : কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে সিলেট নগরীতে । ডিবি পুলিশ ও ট্রাফিক সার্জেন্টদের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করছে পুলিশ। আজ বুধবার নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ এই অভিযান পরিচালনা করছে। অভিযানে যেসব মোটরসাইকেলের কোনো কাগজপত্র পাওয়া যাচ্ছে না, সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে সামনে 'প্রেস' লেখা স্টিকার লাগানো কয়েকশ মোটরসাইকেল সিলেট শহরে দাপিয়ে বেড়াচ্ছে। যাদের বেশির ভাগেরেই সঠিক কাগজপত্র নেই। পুলিশের হাত থেকে রক্ষা পেতে অনেকেই এমন পদ্ধতি অবলম্বন করেছেন। এছাড়া বিভিন্ন অপরাধের সাথেও উঠে আসে এ ধরনের স্টিকার লাগানো মোটরসাইকেল। তাই এবার এসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, আজ থেকে কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আগামীকাল থেকে সাঁড়াশি অভিযান শুরু হবে। এজন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ বাইরে বের হতে পরামর্শ দিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে