ক্ষমা চেয়েছেন দুধ দিয়ে গোসল করা সেই নব নির্বাচিত চেয়ারম্যান আলমগীর আলম। টানা দুইবার ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর তার এমন বিচিত্র কাণ্ডে বিব্রত এলাকার লোকজন। অনেকে ভিডিওটি দেখার পর ভৎ'সনা করছেন। দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষমা চেয়েছেন আলমগীর।
এ বিষয়ে তিনি গণমাধ্যমকের কাছে বলেন, ‘আমার আম্মা এবং চাচিরা পণ করেছিলেন, নির্বাচনে জিতলে দুধ দিয়ে গোসল করাবেন। নির্বাচনে বিজয়ের পেয়ে তারা আমাকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলে নেন। এই গোসলের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করি। আবেগের বশে ভালো-মন্দ বিচার না করে এমন কাজ করার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এরই মধ্যে আমি ভিডিওটি মু'ছে ফে'লেছি।’
জানা গেছে, গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সিলেটের সীমান্তজনপদ কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। নব নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম পূর্ব ইসলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীকে ৫ হাজার ২৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি। আলমগীর হোসেন আলম পূর্ব ইসলামপুর ইউনিয়নে খায়েরগাঁও গ্রামের মৃত ছিদ্দিকুর রহমান ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য।