সিলেট থেকে : ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউপিতে ভোট চলাকালে জদু মিয়া (৫২) নামে এক সদস্য প্রার্থী মারা গেছেন। সোমবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
ওসমানীনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুবিনয় বৈদ্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।। জদু মিয়া সাদিপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত জফর উল্লার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদস্য প্রার্থী জদু মিয়া কিছু দিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। নির্বাচনী প্রচারণার কাজ করতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভোটের দিন বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা বলেন, বলেন, নির্বাচনী প্রচারণার সময় অসুস্থ হয়ে ৫ দিন ধরে তিনি শয্যাশায়ী ছিলেন।