বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ১২:১৪:২৬

ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধ, সিলেটে ভার্সিটি ছাত্র খুন

ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধ, সিলেটে ভার্সিটি ছাত্র খুন

রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধিঃ অভ্যন্তরীন বিরোধে খুন হয়েছেন ছাত্রলীগ কর্মী ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র কাজী হাবীব। মঙ্গলবার রাত ১১টায় নগরীর নয়াসড়ক মাউন্ট এডোরা হাসপাতালে তার মৃত্যু হয়। কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছাত্রলীগের একটি গ্রুপ রাতে নগরীতে বিক্ষোভ করেছে।

হাবীব সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে সাড়ে এগারোটায় নগরীর শামীমাবাদে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে হোসাইন আহমদ সাগর ও সোহেলের নেতৃত্বে একদল ছাত্রলীগ  কর্মী তার উপর হামলা চালায়। এসময় হাবিবকে ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে তারা। পরে আশপাশের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে তাকে মাউন্ট এডোরা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ছাত্রলীগের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়ে দু ধরণের বক্তব্য পাওয়া গেছে। একটি সূত্র জানায়, মিছিলে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সাগরসহ অন্যরা তার ওপর হামলা চালায়। অন্য একটি গ্রুপ জানায়, গ্রুপ বদল করায় এ হামলার ঘটনা ঘটেছে।

কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়,  ২০১৪ সালের ১৯ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের বন্দুক যুদ্ধ চলাকালে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র সুমন রায় খুন হন। এর ১৪ মাসের মাথায় খুন হলেন হাবীব।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জানুয়ারি সিলেট সফর করবেন। এর দুদিন আগে এ সংঘর্ষের ঘটনা ঘটল।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে