রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি : আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে সিলেট নগরী। যে দিকে চোখ যায় সেদিকেই লক্ষ করা যাচ্ছে রং বেরংয়ের পোষ্টার, বিলবোর্ড, ব্যানার আর আলোকসজ্জ্বা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পরিচ্ছন্ন হয়ে উঠেছে নগরী। কয়েকদিন ধরে নগর জুড়ে চলছে সুন্দর্যবর্ধনের কাজ।
সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সংস্থা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন দিনরাত চালিয়ে যাচ্ছেন তাদের কার্যক্রম। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদক্ষেপ বাস্তবায়ন নিশ্চিত করা হচ্ছে। নগরীর রাস্তাঘাট এখন ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। নগরীর সড়ক গুলোর স্থানে স্থানে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ কামাল, সজিব ওয়াজেদ জয়সহ স্থানীয় নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার আর বিলবোর্ড।
মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে শেখ হাসিনার সিলেট সফরের ক্ষণ গননা। সিলেটবাসীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হযরত শাহজালালের পূণ্যভূমিতে আগমন করবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগতম, অভিনন্দন, সাদর সম্ভাষণ ইত্যাদি শুভেচ্ছা বহনকারী শব্দ চয়ন করে নগরী জুড়ে লেগেছে পোস্টার, ব্যানার, ফ্যাস্টুন, তোরণ। এককথায় বর্ণিল সাজে সেজেছে গোটা সিলেট নগরী। বুধবার দিনভর নগরীতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের হয়।
ইতোমধ্যে আলিয়া মাদরাসা ময়দানে জনসভার সকল প্রস্তুতি চুড়ান্ত হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ দৃষ্টিতে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। সভাস্থল ছাড়াও বিশেষ করে হযরত শাহজালাল (রহঃ) ও শাহপরাণ (রহঃ) মাজার শরিফ ও নগরীতে থাকবে আইনশৃঙ্খলাবাহিনীর সাদাপোষাকধারী সদস্যরা।
সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন জানান, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ২১ জানুয়ারী আলীয়া মাদরাসা মাঠে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা হবে স্মরণকালের বৃহৎ জনসভা। বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলতে অসাধারণ নেতৃত্বদানকারী শেখ হাসিনার সিলেট সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বাংলাদেশকে একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার দুরদর্শী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর ও জনসভাকে সফল ও সার্থক করে তুলতে সিলেটের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান।
এসএমপির পুলিশ কমিশনার কামরুল আহসান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সর্ব্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কাজ বন্ঠনও করে দেওয়া হয়েছে।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস