রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি : হযরত শাহজালাল (রহ:)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার জিয়ারত করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ প্রধানমন্ত্রী।
দুপুর ১২টা ৪১ মিনিটে হযরত শাহপরান (রহ:) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর সিলেট সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ সেরে বেলা আড়াইটার দিকে সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য হিসেবে যোগ দেবেন। সেখানে উদ্বোধন করবেন দশটি প্রকল্প, ভিত্তিস্থাপন করবেন ১২টি প্রকল্পের।
এর আগে ১১ টা ৫৫ মিনিটে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হেলিকপ্টারযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ প্রমুখ।
দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার থেকে চলা বৃষ্টির আবেশ ছিল বৃহস্পতিবার সকাল পর্যন্ত। সকাল সাড়ে ১১টার দিকে রোদের দেখা মিলে সিলেটের আকাশে। রোদমাখা দুপুরে সিলেটে পা রাখেন প্রধানমন্ত্রী।
২১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস