রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৫:৩৮:২৬

সিলেটে ছাত্রলীগ নেতার তাণ্ডব, ৫ ঘন্টার মধ্যে আটকের আশ্বাস

সিলেটে ছাত্রলীগ নেতার তাণ্ডব, ৫ ঘন্টার মধ্যে আটকের আশ্বাস

রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি: সিলেটে চাঁদাবাজি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক জাকারিয়া মাহমুদকে আটকের আশ্বাস দিয়েছে মহানগর পুলিশ। পাঁচ ঘন্টার মধ্যে জাকারিয়াকে আটক করা হবে- পুলিশের এমন আশ্বাসের ভিত্তিতে আন্দোলনরত ব্যবসায়ীরা উপশহর সড়ক থেকে বিকেল ৪টায় অবরোধ তুলে নিয়েছেন। বেলা আড়াইটা থেকে তারা অবরোধ চালিয়ে আসছিলেন।

আন্দোলনরত ব্যবসায়ীরা জানান- ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ উপশহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এ নিয়ে তারা পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপিও দেন।
গত কয়েক দিন থেকে উপশহর বি ব্লকের মসজিদ মার্কেটের আল বারাকা টেলিকমের স্বত্তাধিকারী জাকির আহমদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

রবিবার সকালে চাঁদা নিতে আসেন জাকারিয়া। চাঁদা না পেয়ে বেলা ২টার দিকে জাকারিয়া ও তার সাঙ্গপাঙ্গরা আল বারাকা টেলিকমে এসে হামলা ও ভাঙচুর চালায়। এর প্রতিবাদে ব্যবসায়ীরা উপশহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিকেল ৪টার দিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা পাঁচ ঘন্টার মধ্যে জাকারিয়া মাহমুদকে আটকের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে