শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০২২, ১০:৪৬:২৩

সফল জননী’ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন সেই চা শ্রমিক মা

সফল জননী’ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন সেই চা শ্রমিক মা

পিন্টু রঞ্জন অর্ক: শ্রেষ্ঠ জয়িতা হিসেবে জেলা ও উপজেলা প্রশাসন থেকে সম্মাননা পাচ্ছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা-বাগানের সেই সন্তোষের মা কমলি রবিদাস। ‘সফল জননী’ ক্যাটাগরিতে এই সম্মাননা পাচ্ছেন তিনি।  

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন এবং কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে আজ শুক্রবার এই সম্মাননা দেওয়া হবে।  

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার বলেন, ‘উপজেলায় এবার চার ক্যাটাগরিতে মোট চারজনকে সম্মাননা দিচ্ছি আমরা।-কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে