 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেটে জাতীয় পার্টির (পুনর্গঠন প্রক্রিয়ার) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, ‘এরিক এরশাদের জীবন যারা কঠিন করে দিয়েছে, আল্লাহর কসম আমি তাদের জীবন আরো কঠিন করে দেব,’ এ সময় তিনি জাতীয় পার্টি ছিনিয়ে নিয়ে আসার ঘোষণাও দেন।
আজ শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতিসভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ, দলের কো-চেয়ারম্যান দেওয়াল কুমার বড়ুয়া, রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. তানবীর ইকবাল, দলের যুগ্ম মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত সিকদার আনিসুর রহমান, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিদিশা এরশাদ বলেন, ‘দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ তার একমাত্র আমানত আমার কাছে দিয়ে গেছেন, আমাদের সন্তান এরিক এরশাদকে, সে-ই একমাত্র উত্তরাধিকারী জাতীয় পার্টির।
দলের অন্য অংশকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এরিক এরশাদকে বাদ দিয়ে আগামী দিনে যারা জাতীয় পার্টি করার স্বপ্ন দেখছেন, বিশ্বাস করুন তাদের জন্য পথচলা প্রচুর কঠিন হয়ে যাবে।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ সময় বলেন, আমি শুধু এরিক এরশাদের মা না, আপনাদেরও মা। মায়ের শক্তি অনেক বেশি,’ সিলেট আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে আমি আমার মালিকের নির্দেশে এখানে এসেছি, আমার আল্লাহ, আমার স্রষ্টার নির্দেশে, উনি ওনার নির্দেশে আমাকে এখানে পাঠিয়েছেন।
তিনি শপথ করে বলেন, ‘এরিক এরশাদের জীবন যারা কঠিন করে দিয়েছে বিশ্বাস করুন, আল্লাহর কসম, আমি তাদের জীবন আরো কঠিন করে দেব
আমার একমাত্র শক্তি হচ্ছেন আপনারা, আপনাদের সঙ্গে নিয়ে এই জাতীয় পার্টি পুনর্গঠনে আমি আছি, জাতীয় পার্টি আমি ছিনিয়ে নিয়ে আসব ইনশাআল্লাহ। হুসেইন মুহম্মদ এরশাদের চেয়ারে খুব তাড়াতাড়ি এরিক এরশাদ বসবেন মন্তব্য করে তিনি বলেন, ‘সেদিন আর বেশি দূরে নয়, আপনারা দেখতে পাবেন।
গুলশানের অফিস, বনানীর অফিস, সিলেটের অফিস, চট্টগ্রামের অফিস, রাজশাহী, রংপুর অফিসসহ সব অফিসে এরিক এরশাদ যাবে এবং বাবার চেয়ারে বসবে, আমার শক্তি আপনারা, জাতীয় পার্টির নেতারা যারা আমাদের সঙ্গে এখনো আছেন, আমাদের ছেড়ে চলে যাননি।
বিভাগীয় কর্মী সমাবেশ শেষে বিদিশা এরশাদ হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন, পরে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।