 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটিনিউজ২৪ ডেস্ক : ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই ওয়াদা পূরণও করেছেন। আজ মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে আয়োজন করে গাড়ির চাবি হস্তান্তর করেন শিক্ষক মখলেছুর রহমান।
এবার তিনি হিরো আলমের মতোই ভোটযুদ্ধে নামার ঘোষণা দিলেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মখলেছুর রহমানের বাড়িতে হিরো আলম গাড়ি নিতে আসবেন বলে প্রচার করা হয়। আজ সেখানে জড়ো হয় হাজার হাজার মানুষ। বিকেলে গাড়ি হস্তান্তর শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন মখলেছুর।
রাতে চুনারুঘাট বাজারে গেলে শত শত মানুষ তাকে ঘেরাও করে নির্বাচনে প্রার্থী হওয়ার অনুরোধ জানালে তিনি সেখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেন। মুহূর্তেই এ খবর ফেসবুকে ভাইরাল হয়।
শিক্ষক মখলেছুর রহমান বলেন, চুনারুঘাট বাজারে শত শত মানুষ আমাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিতে বললে আমার কিছু করার ছিল না। তাই সিদ্ধান্ত নিয়েছি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করব। জনগণ যেভাবে হিরো আলমকে ভোট দিয়েছে ইনশাআল্লাহ চুনারুঘাটবাসী আমাকেও ভোট দেবে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক এম মখলেছুর রহমান।